বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

তিন মাস বন্ধের পর কাশ্মীরের ঐতিহাসিক মসজিদে নামাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ১২:০৪ এএম

করোনাভাইরাস সংক্রমণের কারণে তিন মাস বন্ধ থাকার পর ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রিনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের মাধ্যমে মুসল্লিদের জন্য মসজিদটি খুলে দেয়া হয়েছে। এর আগে গত এপ্রিলে করোনাভাইরাস সংক্রমণের কারণে জামিয়া মসজিদের আনজুমান আওকাফ মসজিদে নামাজ বন্ধ করে দেয়। তিন মাস বন্ধ থাকার পর করোনার প্রকোপ কমে আসায় বুধবার মসজিদে নামাজ শুরু করার সিদ্ধান্ত নেয় আনজুমান আওকাফ। দীর্ঘদিন শেষে আবার নামাজ শুরু হওয়ায় মুসল্লিরা আনন্দের সাথে মসজিদে আসেন। তবে মসজিদে আসার সময় করোনাভাইরাস সংক্রমণ রোধে যথাযথ বিধিনিষেধ মানার জন্য মুসল্লিদের প্রতি আহবান জানায় আনজুমান আওকাফ। মোহাম্মদ ইকবাল নামের এক মুসল্লি সংবাদমাধ্যমকে বলেন , আনজুমান আওকাফ ও কর্তৃপক্ষ নামাজের জন্য মসজিদ আবার খুলে দেয়ার মাধ্যমে উত্তম একটি সিদ্ধান্ত নিয়েছেন। আমি জনগণের কাছে আহবান জানাচ্ছি তারা যেনো করোনাভাইরাস প্রতিরোধের নির্দেশনা যথাযথভাবে মেনে মসজিদে আসেন। সিয়াসত ডেইলি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মুহাম্মদ জাহিদুল ইসলাম ১১ আগস্ট, ২০২১, ১১:৪৯ পিএম says : 0
আলহামদুলিল্লাহ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন