শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ অন্ধকার দেখছেন টেলর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

বাংলাদেশ সিরিজসহ টি-টোয়েন্টিতে টানা পাঁচ সিরিজে হারল অস্ট্রেলিয়া। টানা হারের বৃত্তে ঘুরপাক খাওয়া অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে চরম হতাশ সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক মার্ক টেলর। অস্ট্রেলিয়ানদের ব্যাটিং গভীরতাও দিনে দিনে কমে আসছে বলে একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে এবার সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে এর আগে কখনোই টি-টোয়েন্টিতে না হারা অজিরা চার দিনের মধ্যে হেরেছে তিন ম্যাচ। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টানা পাঁচ সিরিজ হারকে অশনিসংকেত মনে করছেন বর্তমানে ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালকের দায়িত্বে থাকা মার্ক টেলর।
সিডনি মর্নিং হেরাল্ড ও দ্য অ্যাজকে টেলর বলেছেন, ‘একমাত্র মিচেল মার্শই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নিজের অবস্থানটা জোরালো করেছে। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ছাড়া অস্ট্রেলিয়া দলটা একপ্রকার ‘এ’ দল। আর এমন দল থেকে প্রত্যাশা থাকে দুই-তিনজন ব্যাটসম্যান ৭০-৫০ রান করবে। তাদের ব্যাটিং দেখে বলবেন এদেরই আমার দলে চাই! দুঃখজনক ব্যাপার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ সিরিজে তার কিছুই হয়নি।’
স্টিভ-ওয়ার্নার-মার্নাস লাবুশেনদের ছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটিং গভীরতাও ভীষণ ভাবাচ্ছে টেলরকে, ‘এটা অবশ্যই ভাবনার বিষয়। এখন কোভিড যুগ চলছে। খেলোয়াড়দের জৈব সুরক্ষাবলয়ে থাকতে হচ্ছে। দুশ্চিন্তার বিষয় হচ্ছে, অস্ট্রেলিয়ার ব্যাটিং গভীরতা অনেক কমে গেছে।’
নিজেদের সময়ে ব্যাটিং অর্ডারের দাপটও মনে পড়ছে টেলরের, ‘আমাদের সময়ে স্টুয়ার্ট লো-ড্যামিয়েন মার্টিনরা আমাদের ভীষণ চাপে রাখত। ঘরোয়া ক্রিকেটে তারা এতটাই ভালো খেলতো যে বাধ্য হয়ে আমরা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলতাম। জাস্টিন ল্যাঙ্গার, মার্টিন, ম্যাথু হেইডেনরা শেফিল্ড শিল্ডে ক্রমাগত ৪০-৫০ গড়ে রান করেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পেত না। যখন তারা সুযোগ পেল, তাদের ব্যাটিং দেখে অবাক হওয়ারও কিছু ছিল না। কারণ, তারা তৈরি হয়েই এসেছিল।’
অস্ট্রেলিয়ার অন্যতম এই সফল অধিনায়ক বলেন, ‘এই তিনজন ক্রিকেটার যথেষ্ট আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। দুর্ভাগ্যজনকভাবে তিনজনের কেউই ভালো কোনো ইনিংস খেলতে পারেনি। আশা ছিল অন্তত দু’জন বাংলাদেশে ভালো খেলবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md. Juwel ৮ আগস্ট, ২০২১, ১:৩৭ পিএম says : 0
এখানে আমার মন্তব্য হলো বাংলাদেশের ৩ই দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগল ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন