রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

গ্রিসে দাবানল নিভাতে গিয়ে বিমান বিধ্বস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১০:৪৩ এএম | আপডেট : ১০:৫১ এএম, ৯ আগস্ট, ২০২১

গ্রিসে দাবানল নিভাতে গিয়ে একটি দমকল বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির জাকিনথস দ্বীপে রোববার বিমানটি বিধ্বস্ত হয়, তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন এর পাইলট।
বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। পাইলটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটি লাগোপোডো-মাচেরাদো এলাকাজুড়ে আগুন নিভানোর কাজে করছিল।
গ্রিসের ১৫৪টি স্থানে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ে মারা গেছেন দমকলকর্মীসহ দুজন। এখন পর্যন্ত দগ্ধ হয়েছেন কমপক্ষে ২০ জন।
আগুন থেকে বাঁচতে ঘর ছেড়ে পালিয়েছেন শত শত গ্রিক নাগরিক। গত ১০ দিনের দাবানলে এক লাখ ৪০ হাজার একর জমি পুড়ে ছাই। রোববারও দাবানলের ভয়াবহ আগুন নেভাতে মরিয়া দমকল বাহিনীর ১৪৫০ সদস্য।
গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়িতে আগুনে পুড়ে যাওয়ায় হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
দাবানল থেকে সৃষ্ট এ আগুন নেভাতে ২০০ কর্মী পাঠিয়েছে ইউক্রেন। রোমানিয়া পাঠিয়েছে ২৩ দমকল গাড়ি এবং সাতটি দমকল বিমান। সূত্র : ডেইলি সাবাহ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন