বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নতুন একটি গানে কণ্ঠ দিলেন শিল্পী নিশিতা বড়ুয়া। গানের শিরোনাম ‘রক্ত মাখা সিঁড়ি’। সম্প্রতি ডি-স্টেশন স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট গানটি অনলাইনে প্রকাশ করা হবে।
গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গান গাইতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। গানের কথায় যে ইতিহাস এবং সুর ও গায়কিতে যে আবেগের প্রকাশ তুলে ধরা হয়েছে, তা শ্রোতার হৃদয় স্পর্শ করবে। একই সঙ্গে নতুন প্রজন্ম এই গানের মাধ্যমে বঙ্গবন্ধুকে তাদের চেতনার বাতিঘরে খুঁজে পাবে বলেই আমার বিশ্বাস।’
‘আমি দেখেছি সিঁড়ি বেয়ে/ কেমন করে পিতার বুকের রক্ত ঝরে/ আমি দেখেছি দু’চোখ বেয়ে/ কেমন করে ভোরের শিশির ঝরে’- এমন কাব্যিক কথায় সাজানো গানটি লিখেছেন সুজন হাজং। সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
গানটি প্রসঙ্গে গীতিকবি সুজন বলেন, ‘পিতার রক্তমাখা সিঁড়ি বেয়েই যেন বাংলাদেশ। আমাদের নদী, ভোরের শিশির, ঝরনা যেন পিতার বুকের রক্তে রঞ্জিত। আমি মনে করি এই গানটিতে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে তাদের চেতনার বাতিঘরে খুঁজে পাবে। কারণ, আমি এই গানটির মাধ্যমে বঙ্গবন্ধুকে আমাদের বাংলা ও বাঙালির চেতনা, প্রকৃতি ও অস্তিত্বের সাথে এক করেছি।’
‘ক্লোজআপ ওয়ান ২০০৬’-এর দ্বিতীয় রানারআপ ছিলেন নিশিতা বড়ুয়া। ‘রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে’ গানটির মাধ্যমে ক্লোজআপ ওয়ানের দ্বিতীয় আসরের প্রিয়মুখ হয়ে উঠেছিলেন এই শিল্পী। ২০০৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘আমায় নিয়ে চলো’। চলচ্চিত্র ছাড়াও বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি। রেডিও জকি হিসাবেও নিশিতা কাজ করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন