শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সুদানে প্রবল বর্ষণ হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

উত্তর আফ্রিকার দেশ সুদানে ভারী বৃষ্টিপাত ও ব্যাপক বন্যায় কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী খার্তুমের বিভিন্ন রাস্তা পানিতে তলিয়ে গেছে। খবর এএফপি’র। গত জুলাই থেকে দেশটিতে প্রবল বর্ষণ শুরু হয়েছে। এতে ১৫টি রাজ্যের দুই লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সোমবার এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় হোয়াইট নীল এলাকা। জাতিসংঘ জানিয়েছে, বন্যায় অন্তত ৩৭ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আগস্ট মাস জুড়েও বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ কারণে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সুদানের সরকারি বার্তা সংস্থা সুনা (এসইউএনএ) পরিবেশিত খবরে বলা হয়, দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় আতবারা নগরীতে প্রবল বর্ষণের কারণে বহু ঘরবাড়ি ‘ধসে’ পড়েছে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন