বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ইসলামী জীবনযাপন বেছে নেয়ার পর হ্যাকারের কবলে পড়েন আমব্রিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

লাক্সতারকা-অভিনেত্রী এবং উপস্থাপক আমব্রিন মিডিয়াকে বিদায় জানিয়ে ধর্মীয় জীবনযাপন করছেন। গত ৩১ জুলাই মিডিয়া থেকে দূরে থাকার কারণ তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাখ্যা করেন তিনি। পাশাপাশি হিজাব পরা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার কথাও জানান তিনি। মিডিয়াকে বিদায় জানানোর কথা বলতে গিয়ে তার মেয়ের জন্মের পর জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা অবস্থায় তিনি মেয়ের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, তিনি মিডিয়া ছেড়ে দেবেন এবং আল্লাহর পথে জীবনযাপন করবেন। তার মেয়ে আমায়রা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে। এরপর থেকে আমব্রিন ইসলামিক জীবনযাপন বেছে নেন। নিয়মিত নামাজ পড়া থেকে শুরু করে ধর্মীয় অনুশাসন মেনে চলা শুরু করেন। তবে এতে তাকে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। গত ৭ আগস্ট এক স্ট্যাটাসে আমব্রিন জানান, হিজাব পরা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর গত ১ আগস্ট আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড করা হয়েছিল। আমি ফেসবুকে নিয়মিত নই। ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পছন্দ করি না। আবার লাইক, কমেন্টস ও ফলোয়ার সংখ্যা নিয়েও চিন্তা করি না। আমার কয়েকজন কাছের মানুষ ফেসবুকে আছেন বলেই এখানে যুক্ত থাকি। তিনি বলেন, মানুষ যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, সঠিক পথে থাকলে আল্লাহ তার পাশে থাকবেন। আমব্রিন বলেন, গত তিন বছর ধরে আমি মিডিয়ায় অনুপস্থিত। তাই আমার জীবনের দুটি পয়েন্ট (সন্তান ও ইসলামিক জীবনযাপন) সেদিন শেয়ার করেছিলাম। আমি জানি না, হ্যাকার কেন আমার প্রোফাইল হ্যাক করেছিল। তবে তারা আমার জীবন ও বিজনেস পেজ অতিষ্ঠ করে তোলার চেষ্টা করেছিল। হ্যাকার ভাই-বোনেরা জেনে রাখুন, আমার সংগ্রাম, যন্ত্রণা, জীবনকে সহজ করার জন্য আল্লাহ তায়ালা সর্বদা ছিলেন, আছেন। যতক্ষণ সঠিক পথে আছি, ততক্ষণ কেউ আমার ক্ষতি করতে পারবেন না। তিনি বলেন, আমায়ার একদিন বয়স থেকে জীবনের সঙ্গে লড়ছিল। ওই সময়ে আল্লাহর কাছে তার জীবন চেয়েছিলাম আর মিডিয়ার কাজ ছেড়ে দেওয়ার কথা বলেছিলাম। পাশাপাশি হিজাব পরা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং হারাম কোনো কাজ না করার প্রতিজ্ঞা করেছিলাম। এখন সত্যি আমি সুখী! আমার মেয়ের দিকে তাকিয়ে দেখুন, সে আমাদের সঙ্গে আছে। আমি আমার প্রতিজ্ঞা রাখার সবরকম চেষ্টা করছি। উল্লেখ্য, কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীর সঙ্গে ২০১৭ সালের ৪ নভেম্বর পারিবারিক আয়োজনে আমব্রিনের বিয়ে হয়। ২০১৮ সালের ২৩ জুন, কন্যাসন্তানের মা হন আমব্রিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন