ইনকিলাব ডেস্ক : আজাদ কাশ্মীরে কথিত সার্জিক্যাল স্ট্রাইকস-পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল দলবির সিং ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর উত্তর কমান্ড পরিদর্শনে আসছেন। গতকাল শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের উদামপুরে অবস্থিত উত্তর কমান্ডের সদর দপ্তরে তিনি পৌঁছান বলে প্রতিরক্ষা সূত্র জানিয়েছে। নিরাপত্তা এবং রাজ্যের সীমান্ত পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি তিনি সীমান্ত রেখা বরাবর সার্জিক্যাল স্ট্রাইক পরবর্তী বিষয় নিয়ে পর্যালোচনা করবেন বলে এতে জানানো হয়। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন