বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় চলচ্চিত্র

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সিনেমা প্রদর্শক ও পরিবেশক গোষ্ঠী ভারতীয় সিনেমা দেখানো বন্ধের ঘোষণা দিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে। লাহোর, করাচি এবং ইসলামাবাদে এই ঘোষণা দেয়া হয়। পাকিস্তান ও ভারতের মধ্যে সীমান্ত সংঘাত ও নিয়ন্ত্রণ রেখা নিয়ে বিবাদ দীর্ঘমেয়াদী বিষয় হলেও বৃহস্পতিবার ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানের দুই সেনা সদস্য নিহত হলে এই দ্বন্দ্ব চরমে ওঠে। তারই প্রেক্ষিতে লাহোর, করাচি ও ইসলামাবাদে প্রেক্ষাগৃহগুলোতে ভারতীয় ছবি প্রদর্শনী বন্ধ করা হয়। পাকিস্তানের বড় চলচ্চিত্র ও প্রেক্ষাগৃহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ভারতীয় ছবি বন্ধ করা তাদের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত। যদিও তারা জানেন, এতে চলচ্চিত্র ব্যবসা আর্থিক ক্ষতির মুখোমুখি হবে। এদিকে, ভারতীয় কিছু চলচ্চিত্র নির্মাতা ও ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসারস অ্যাসোসিয়েশন পাকিস্তানি শিল্পীদের বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ডাক দিয়েছেন। এমনকি ডানপন্থী এক রাজনৈতিক সংগঠন বলিউডে কর্মরত পাকিস্তানি শিল্পীদের ভারত থেকে চলে যাওয়ারও আহ্বান জানান। উল্লেখ্য, বৃহস্পতিবার সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থা সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের সীমান্তবর্তী বেশকিছু গ্রাম থেকে অধিবাসীদের সরিয়ে নেয়া হচ্ছে। পাকিস্তানের সিনেমা প্রযোজক ও প্রদর্শকদের সবচেয়ে বড় গোষ্ঠী দাবি করেছে, অন্ততপক্ষে কয়েকসপ্তাহ কিংবা যতদিন না দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে ততদিন তারা ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন থেকে বিরত থাকবেন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন