বঙ্গবন্ধুর বিকৃত ভিডিও ফেসবুকে শেয়ার করায় খুলনায় তানজির তাজ (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সোমবার (০৯ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে খুলনা মহানগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃত তানজির তাজ খুলনার বেসরকারি বিশ্ববিদ্যালয় 'নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি'র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, তানজির সোমবার রাতে তার ব্যক্তিগত ফেসবুকের স্টোরিতে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তৈরী করা একটি বিকৃত ভিডিও শেয়ার করেছিল। বিষয়টি নিয়ে রাতেই খুলনা মহানগর ছাত্রলীগের এক নেতা খুলনা সদর থানায় অভিযোগ জানান। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন দৈনিক ইনকিলাবকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে প্রমানসহ বিশ্ববিদ্যালয় ছাত্র তাজকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন