বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জাদুঘরে কর্নেল তৌফিকুর রহমান (অবঃ)-এর কর্তৃক একাত্তরের স্মৃতিস্মারক হস্তান্তর

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা বাংলাদেশ জাতীয় জাদুঘরের কাছে বীর মুক্তিযোদ্ধা কর্নেল তৌফিকুর রহমান (অবঃ) একাত্তরের কিছু স্মৃতিস্মারক হস্তান্তর করেছেন। স্মৃতি-নির্দশনের মধ্যে রয়েছে তৎকালীন লেঃ কর্নেল খালেদ মোশারফ বাংলাদেশে প্রবেশের প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের হাতে লিফটে জনগণের মধ্যে বিতরণের জন্য দিয়েছিলেন, তার মূল কপি, সেনা ব্যারেকের ১৩ নম্বর প্লাটুনের প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ঠিকানাসহ একটি তালিকা। কর্নেল তৌফিক ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং ২ নম্বর সেক্টরের অধীনে সাহসের সাথে যুদ্ধ করেছেন। ঢাকার মানিকগঞ্জ ও সাভার এলাকা দিয়ে ঢাকায় ঢুকেন। ঢাকার সাহসী অপারেশনেও তিনি অংশ নেন। যুদ্ধে অংশগ্রহণ ও যুদ্ধকালীন তিনি কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ দলিল সংগ্রহ করেছেন, তারই কিছু স্মৃতি-নিদর্শন তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের কাছে হস্তান্তর করলেন। বাংলাদেশের অস্তিত্ব মহান মুক্তিযুদ্ধের এই নিদর্শন জাদুঘরের ইতিহাস ও ধ্রæপদী শিল্পকলা বিভাগের মাধ্যমে দর্শকদের জন্য ভবিষ্যতে প্রদর্শন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন