শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

শেয়ার বাজারে আসছে ৪ কোম্পানি

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসছে ৪ কোম্পানি। এগুলো হলো : ডেল্টা হসপিটাল লিমিটেড, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেড এবং ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরই অংশ হিসেবে অক্টোবরে রোড শো’র আয়োজন করেছে কোম্পানিগুলো। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডেল্টা হসপিটাল : এ কোম্পানির রোড শো আগামী ৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিজোর্ট হোটেলের সেলিব্রেশন হলে অনুষ্ঠিত হবে। আর ৩০ জুন, ২০১৬ হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৮ টাকা ও শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৪০ টাকা। কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব নিয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। রেজিস্ট্রার টু দি ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
বেঙ্গল পলি : বেঙ্গল পলির রোড শো আগামী ৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০১৬ হিসাববছরে কোম্পানিটির বিক্রির পরিমাণ ছিল ৮২ কোটি ১৮ লাখ ১১ হাজার টাকা। কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৭ কোটি ৫৯ লাখ ১৩ হাজার টাকা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭১ টাকা ও শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৮.৬৮ টাকা। কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব নিয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। রেজিস্ট্রার টু দি ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ : এ কোম্পানির আগামী ১৮ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টায় ট্রাস্ট মিলনায়তনে রোড শো করবে। কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব নিয়েছে এএফসি ক্যাপিটাল এবং ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। রেজিস্ট্রার টু দি ইস্যুর দায়িত্বে রয়েছে ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড। পপুলার ফার্মাসিউটিক্যালস : এ কোম্পানির রোড শো আগামী ২৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব নিয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিগুলোর রোড শোতে মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজ পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করবে বলে জানা গেছে। -ওয়েবসাইট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন