শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বঙ্গবন্ধুকে নিয়ে মিউজিক্যাল ডকু-ফিল্মে তারিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ১২:০৬ এএম

জাতীয় শোক দিবস উপলক্ষে স¤প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে ‘রক্তমাখা সিঁড়ি’ নামে একটি গানে কণ্ঠ দেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী নিশিতা বড়–য়া। গানটি লিখেছেন সুজন হাজং এবং সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটি অবলম্বনে একটি মিউজিক্যাল ডকু-ফিল্ম নির্মিত হচ্ছে। এই ফিল্মে অংশ নিয়েছেন শিল্পী তারিন জাহান। ইতিমধ্যে ধানমন্ডি বত্রিশ, স্বাধীনতা যাদুঘর, জগন্নাথ হল, শিখা চিরন্তনসহ রাজধানীর বেশকিছু জায়গায় শুটিং সম্পন্ন করেছেন বলে জানান তারিন জাহান। তারিন বলেন, বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর। বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করার প্রয়াস পেয়েছি এই মিউজিক্যাল ডকু-ফিল্মে অংশ নিতে পেরে। আমি এখানে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর মৃত্যুঞ্জয়ী সত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি। গীতিকার সুজন হাজংয়ের প্রযোজনায় এই মিউজিক্যাল ডকু-ফিল্মের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতী। চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস। সুজন হাজং বলেন, তারিন একজন গুণী অভিনেত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে আমার লেখা ‘রক্তমাখা সিঁড়ি’ গানটিতে অভিনেত্রী হিসেবে তারিনকে নির্বাচন করেছি। কারণ, গানের হৃদয়স্পর্শী সুর এবং অসাধারণ গায়কীসহ সবকিছু মিলিয়ে বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপনা করতে তারিনকেই আমার উপযুক্ত মনে হয়েছে। মিউজিক্যাল ডকু-ফিল্মটি জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) গীতিকার সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন