শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সরকারের গণটিকার কর্মসূচি চরম ভোগান্তিতে পরিণত হয়েছে : ইসলামী আন্দোলন ঢাকা মহানগর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ১২:০০ এএম


 ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, স্বাস্থ্য খাতের চরম ব্যর্থতার দায় আড়াল করতেই সরকার গণটিকার ঘোষণা দিয়ে জনগণকে চরম ভোগান্তিতে ফেলে দিয়েছে। সরকারি হিসেবে অনুযায়ী দ্বিতীয় ডোজ টিকাসহ টিকার প্রয়োজন ২৭ কোটি ৬৫ লক্ষ ডোজ। সেখানে মাত্র সোয়া কোটি টিকা মজুত রেখে গণটিকার কর্মসূচি ঘোষণা দেয়া দেশবাসির সাথে প্রতারণার শামিল।

গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর সেক্রেটারি আলহাজ আব্দুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি ডা শহীদুল ইসলাম, দফতর সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ সম্পাদক নজরুল ইসলাম খোকন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ ইউনূস তালুকদার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আবু তাহের, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, মাওলানা আল আমিন ইহসান প্রমূখ।

মাওলানা ইমতিয়াজ আলম আরো বলেন, করোনার সংক্রমণ রোধে সরকার শুধুমাত্র লকডাউনকেই একমাত্র সমাধান হিসেবে গ্রহণ করেছে। তাই গত দেড় বছরেও স্বাস্থ্যখাতে তেমন কোনো অগ্রগতি উল্লেখ করার মতো নেই। সরকার তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে শুধুমাত্র রাজনীতিতে দুর্বৃত্তায়ন নয়; প্রশাসন ও আমলাসহ সকল ক্ষেত্রে দুর্বৃত্তায়নের প্রসার ঘটিয়েছে। সা¤প্রতিক সময়ের বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় যে, বিদেশে অবৈধ টাকা পাচারের এক্ষেত্রে অবৈধ ব্যবসায়ী ও রাজনীতিবিদদের থেকে আমলারা কোন অংশেই পিছিয়ে নেই। বরং আমলারাই এখন বেশি টাকা পাঁচার করেছে। দুর্নীতি ও অবৈধ সম্পদ গড়ার প্রতিরোধে সরকারের সকল দপ্তরে জবাবদিহীতামূলক ব্যবস্থা রাখতে হবে। গণটিকাদান কর্মসূচিতে মানুষের ভোগান্তি নিরসনকল্পে পর্যাপ্ত টিকা কেন্দ্র বাড়ানোর জন্য নেতৃবৃন্দ সরকারের প্রতি আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন