শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তালিবান শরিয়াহ আইন চালু করলে কোনো সাহায্য পাবে না : জার্মানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ১১:০৪ এএম

আফগানিস্তানে একের পর এক এলাকা, প্রাদেশিক রাজধানী দখল করে নিচ্ছে তালেবান যোদ্ধারা। মানুষজন ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় রাত্রি যাপন করছে। এমন পরিস্থিতিতে কড়া বার্তা দিল জার্মানি। তালেবান শরিয়াহ আইন চালু করলে আফগানিস্তানকে সাহায্য হিসেবে কোনও অর্থ দেবে না জার্মানি। জার্মান সংবাদমাধ্যম জেডডিএফকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এ কথা বলেছেন।

তিনি জানিয়েছেন, তালেবান জানে বিদেশি সাহায্য ছাড়া আফগানিস্তান টিকে থাকতে পারবে না।
মাস বলেন, ‘তালেবান যদি দেশটির পুরো নিয়ন্ত্রণ নেয়, শরিয়াহ আইন ও খিলাফত ব্যবস্থা চালু করে তাহলে আমরা এক পয়সাও পাঠাবো না।’
আফগানিস্তানকে সহায়তা হিসেবে বছরে ৫০ কোটি ৪০ লাখ ডলার দিয়ে থাকে জার্মানি। যুদ্ধপীড়িত আফগানিস্তানের সবচেয়ে বড় দাতা দেশ হচ্ছে জার্মানি।

মাত্র এক সপ্তাহের মধ্যে তালেবান আফগানিস্তানের ১০টি প্রাদেশিক রাজধানী দখল করেছে। গত মে মাস থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনাদের আফগানিস্তান থেকে ফিরিয়ে নেওয়া শুরু হয়। এরপর থেকেই আফগানিস্তানের সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করে তালেবান।
উল্লেখ্য, গত জুনেই ন্যাটোর জোটসঙ্গী জার্মানির সেনাদের আফাগানিস্তান থেকে দেশে ফিরিয়ে আনা হয়। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
প্রবাসী-একজন ১৩ আগস্ট, ২০২১, ১১:১৫ এএম says : 0
ইসলামী শরিয়াহ মোতাবেক যারা শাসনব্যবস্থা কায়েম করে, তাদের জন্য মহান আল্লাহ প্রদত্ত সাহায্যই যথেষ্ট।
Total Reply(0)
Monir Ahmad ১৩ আগস্ট, ২০২১, ১১:১৬ এএম says : 0
No need your help. Taliban don't care Germany
Total Reply(0)
আব্বাস ১৩ আগস্ট, ২০২১, ১২:৫২ পিএম says : 0
যারা করোনার টিকার নামে নিজ দেশের জনগণকে স্যালাইনপুশ করে তারা আবার অন্যকে ভিক্ষা বন্ধ করার ভয় দেখায়
Total Reply(0)
Habib ১৩ আগস্ট, ২০২১, ২:৪৫ পিএম says : 0
তালেবানদের জন্য আল্লাহই যথেষ্ট!
Total Reply(0)
শাহ আব্দুল্লাহ আল বাকী ১৩ আগস্ট, ২০২১, ৩:৪৮ পিএম says : 0
জার্মানির সাহায্যের তোয়াক্কা তালেবান করেনা।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন