বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রংপুর বিভাগে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ৮:০৩ পিএম

গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে আরও ২৯১ জনের। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৭ জনে এবং আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ১’শ ১৭ জনে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রংপুরের ৪ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন, দিনাজপুরে ১ জন এবং লালমনিরহাটে ১ জন রয়েছেন।

একই সময়ে বিভাগে ১ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করে রংপুরে ৫৭ জন, কুড়িগ্রামে ৪৩ জন, গাইবান্ধায় ৩৪ জন, নীলফামারীতে ১৪ জন, লালমনিরহাটে ১২ জন, দিনাজপুরের ৮৩ জন, ঠাকুরগাঁওয়ের ৩৭ জন এবং পঞ্চগড়ে ১১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৬৭ শতাংশ।

রংপুর বিভাগে করোনায় এখন পর্যন্ত মৃত ১ হাজার ৮৭ জনের মধ্যে রংপুরে ২৫৬ জন, নীলফামারীর ৭৭ জন, কুড়িগ্রামের ৫৯ জন, লালমনিরহাটে ৫৮ জন, গাইবান্ধায় ৫৭ জন, দিনাজপুরে ৩০১ জন, ঠাকুরগাঁওয়ে ২১৩ জন এবং পঞ্চগড়ে ৬৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন মোট ৫৮১ জন।

বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৫০ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১১ হাজার ৪৩২ জন, গাইবান্ধায় ৪ হাজার ৩৪৭ জন, নীলফামারীতে ৪ হাজার ৭৩ জন, কুড়িগ্রামে ৪ হাজার ২১৮ জন, লালমনিরহাটে ২ হাজার ৪৮৬ জন, দিনাজপুরে ১৩ হাজার ৬৪৯ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৭১৮ জন এবং পঞ্চগড়ে ৩ হাজার ১৯৪ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৭২৩ জনে।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ৩৭ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন