শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাটুরিয়া-দৌলতদিয়া পারের অপেক্ষায় ৫ শতাধিক ট্রাক

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে পারের অপেক্ষায় অন্তত পাঁচ শতাধিক ট্রাক আটকা পড়েছে। রোববার (০২ অক্টোবর) সকাল ৯টার দিকে উভয় ঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা এ তথ্য জানান। মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৩শ’ ট্রাক ও ৩০/৪০টি বাস পারের অপেক্ষায় রয়েছে।
অপরদিকে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, এ নৌরুটে দেড় শতাধিক ট্রাক ও ৪০/৫০টি বাস পারের অপেক্ষায় রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলে ১৩টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। কিন্তু সংযোগ সড়কে ভাঙনের কারণে দৌলতদিয়ার চারটি ফেরিঘাটের মধ্যে চার নম্বর ঘাটটি এখনো বন্ধ রয়েছে। তবে অপর তিনটি ফেরিঘাট পন্টুন দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন