মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আগুনে ধসে পড়েছে যমুনা কারখানার উপরের অংশ

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের যমুনা স্পিনিং মিলস লিমিটেড ও ডেনিম রিসাইকিন (মারগাছা) কারখানায় অগ্নিকাণ্ডে ধসে পড়েছে যমুনা স্পিনিং কারখানার উপরের অংশ।
রোববার (০২ অক্টোবর) ভোর সোয়া ৫টার দিকে কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ১১টা পর্যন্ত পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী আগুন নেভাতে এখনো গাজীপুরসহ আশপাশ জেলার ১৪টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, রোববার ভোরে প্রথমে ডেনিম রিসাইকিন (মারগাছা) কারখানায় আগুন লাগে। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা যমুনা স্পিনিং মিলস লিমিটেডের কারখানায়। এর কয়েকঘণ্টা পর আগুনের তাপে ইস্পাতের তৈরি কারখানার উপরের অংশটি ধসে পড়ে। এতে কারখানার ভেতরে থাকা তুলা, সুতা, সুতা তৈরির পলিস্টার, মেশিনপত্র, কাঁচামালসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এখন পর্যন্ত এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন