বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় করোনা ও উপসর্গে মারা গেল আরও ১৪ জন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ১২:৩৭ পিএম

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনাকরোনা উপসর্গে মারা গেছেন আরও ১৪ জন।
এই তথ্য জানিয়ে শনিবার বেলা ১১ টায় নিয়মিত অনলাইন ব্রিফিং এ বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুস্তাফিজুর রহমান তুহিন বলেন বগুড়ার তিনটি হাসপাতালে মারা গেছেন
৭জন।
এদের মধ্যে ৬ জনই বগুড়া সদরের অধিবাসী। এরা হলেন মাসুম বিল্লাহ (৩৬),আবদুল হান্নান (৬২),আব্দুল হক (৬৯),রেজাউল করিম (৭০), নবাব আলী (৭০) ও মাকসুদা বেগম (৭২)।
এছাড়া আবদুস সাত্তার (৩৬) নামের আরেক জন মারা গেছেন। তার বাড়ি নন্দীগ্রাম।
তিনি আরও জানান, একই সময়ে করোনা উপসর্গে মারা গেছেন ৭ জন।
এই হিসেবে করোনা পরিস্থিতি শুরুর পর থেকে বগুড়ায় এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০,২০৮ এবং মোট মৃতের সংখ্যা ৬১৯ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন