শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মেক্সিকোয় জুলাইয়ে ২ লক্ষাধিক অভিবাসন প্রত্যাশী আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে গত জুলাই মাসে ২ লাখের বেশি অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে, যা বিগত ২১ বছরে সর্বোচ্চ বলে জানিয়েছে মেক্সিকো সরকার। যুক্তরাষ্ট্র কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) ২ লাখ ১২ হাজার ৬৭২ অভিবাসনপ্রত্যাশীকে আটক করে, যাদের মধ্যে কমবয়সী রয়েছে ১৯শ জন। দিন দিন সেই সংখ্যা আরও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, নিজ দেশে সহিংসতা আর দারিদ্যের কারণে তারা ঘর ছাড়ছেন অভিবাসনপ্রত্যাশীরা। জুলাইয়ে সর্বোচ্চ অভিবাসনপ্রত্যাশীর ডাকা বলছে, গত এপ্রিলে আটক হয়েছে ২ হাজার জন। যার কারণে মানবিক সঙ্কটের ইস্যুটি নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাইডেন প্রশাসন। গ্রীষ্মকালে ২ হাজার মাইল পথ পাড়ি দিয়ে দক্ষিণ সীমান্ত দিয়ে প্রবেশ করে তারা যা সত্যিই ঐতিহাসিক রেকর্ড। চলতি বছর জুন থেকে জুলাই মাসে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ১৩ শতাংশ বেড়ে গেছে। যেখানে এর আগে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত সীমান্তে আটক হয় ১ লাখ ৮৮ হাজার জন। গত মে মাসে সীমান্তে প্রবেশের সময় বাধার মুখে আরও ১ লাখ ৮০ হাজারের মতো। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সচিব অ্যালেজানদ্রো মেয়রকাস বলেন, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে তার দেশ। তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারির মধ্যে তাদের অবস্থান পরিবর্তন একটি জটিল প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি বড় রাজনৈতিক ইস্যুও বটে। গত মে মাসে একটি জরিপে দেখা গেছে ৫৪ শতাংশ আমেরিকান অভিবাসনদের দেশে জায়গা দিতে নারাজ। ফলে অভিবাসন ইস্যুতে এক ধরনের কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন