বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আলাবামার প্রধান বিচারক বরখাস্ত

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সমলিঙ্গ বিয়ের বিরোধিতা করার জের

ইনকিলাব ডেস্ক : সমলিঙ্গে বিবাহ বৈধ ঘোষণা করে দেয়া ফেডারেল আদালতের আদেশ অমান্য করায় যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের শীর্ষ বিচারককে বরখাস্ত করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, গে দম্পতিদের বিবাহ নিবন্ধনপত্র (ম্যারেজ লাইসেন্স) প্রদান স্থগিত করার নির্দেশ দেয়ায় ৬৯ বছর বয়সী বিচারক রয় মোরেকে তার মেয়াদের বাকি সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে। শুক্রবার আলাবামা কোর্টের নয় সদস্যের বিচারভাগ সর্বসম্মতিক্রমে মোরেকে বিনা বেতনে তার মেয়াদের বাকি সময়ের জন্য বরখাস্ত করেন। ২০১৯ সালের জানুয়ারিতে মোরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তাকে বরখাস্তের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন মোরে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানিয়েছেন তার আইনজীবী। এক বিবৃতিতে মোরে বলেন, সমকামী ও হিজড়াদের অনৈতিক বিষয়ের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থানের কারণে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা আমাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে সরিয়ে দিয়েছে। এই নিয়ে দ্বিতীয় বার শীর্ষ বিচারকের পদ থেকে বরখাস্ত হলেন মোরে। এর আগে ২০০৩ সালে একটি সরকারি ভবন থেকে তার স্থাপিত টেন কমান্ডমেন্টস এর একটি স্মারক নামিয়ে ফেলতে অস্বীকৃতি জানানোয় তাকে বরখাস্ত করা হয়েছিল। ২০১২ সালে রাজ্যের সুপ্রিম কোর্ট তাকে আবারও প্রধান বিচারপতি নির্বাচিত করে। মোরের আইনজীবী ম্যাট স্টাভার বলেন, বয়সের বাঁধার কারণে মোরে প্রধান বিচারপতি পদে আর নির্বাচন করতে পারবেন না। ২০১৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সমলিঙ্গে বিবাহ বৈধ ঘোষণা করে। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন