শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২১, ৮:৪৩ পিএম

ঝালকাঠি জেলার ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচাবালিয়া গ্রামের কাঁচাবালিয়া বি কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সত্তার হাওলাদার (৫৫) শনিবার (১৪ আগস্ট) রাজাপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তিনি মৃত আসমান হাওলাদারের ছেলে। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দফতর সম্পাদক ও ভোরের পাতার কান্ট্রি এডিটর জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেলের খালু এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আলমগীর হোসেন’র মামা। তার মৃত্যুতে দুজনেই গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে ঝালকাঠির ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচাবালিয়া হাইস্কুলের শিক্ষক আব্দুস সত্তার হাওলাদার ডাক্তার দেখানোর জন্য নিজ বাড়ি থেকে ভান্ডারিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তিনি ভাড়ায় চালিত অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথিমধ্যে ভান্ডারিয়া-রাজাপুর মহাসড়কের রাজাপুর উপজেলার কাটাখালী এলাকায় বেলা শনিবার সাড়ে ১১ টার দিকে বিপরীত দিক থেকে আসা অটোরিকশায় ধাক্কা দিলে তিনি সহ আরো দুই যাত্রী সেলিম (৪৫) ও দুলাল (৪৫) গুরুত্বর আহত হয়।স্থানীয়রা আহত আব্দুস সত্তার হাওলাদারকে দ্রুত ভানন্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে রাজাপুর থানা পুলিশ জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন