শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

‘বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আজ আমরা বাহাদুর’

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম হয়েছিলো বলেই আজ আমরা সবাই বাহাদুর বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবকঅর্পণ ও দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্যে করেন। এসময় মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান শাহাদাত বরণ করার পর প্রায় ২৫ বছর জাতি কোন শোকের অনুষ্ঠান করতে পারেনি। স্বাধীনতা বিরোধীরা আমাদের উপর হামলা-মামলা দিয়ে হয়রানি করেছে। আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সৎ সাহসিকতার কারণে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।

গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, জেলা পুলিশের বি-সার্কেল এএসপি আবির হোসেন, ওসি এএফএম সায়েদ। অন্যান্য স্থানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, আ’লীগ নেতা তারিকুল ইসলাম মোগল, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়া, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনসহ আরো অনেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন