রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় বাঘ পরিবারে নতুন দুই অতিথির আগমন ঘটেছে। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে বাঘ শাবক দু’টির নামকরণ করবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। করোনায় লকডাউনের সুযোগে চিড়িয়াখানার বাঘ পরিবারে জন্ম নিয়েছে নতুন দু’টি শাবক।
গতকাল রোববার জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতিফ ইনকিলাবকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনায় প্রায় দেড় বছর দর্শনার্থীর চাপ না থাকার সুযোগে প্রাণীরা নিজস্ব পরিবেশ ফিরে পায়। সেই সুযোগে আড়াই মাস আগে জন্ম নেয় বাঘ শাবক দু’টি। সোমবার আনুষ্ঠানিকভাবে বাঘ শাবক দু’টির নামকরণ করবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। চিড়িয়াখানা খুললে দর্শনার্থীরা বাঘ শাবক দু’টি দেখতে পারবেন বলেও জানান কিউরেটর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন