শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আইডিয়াল স্কুলের অনিয়ম ও অপচয় বন্ধ করার আহ্ববান

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম এর ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় অনুষ্ঠান গত শনিবার মতিঝিলের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে ফোরামের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন শিরিন নাঈম পুনম এমপি। বিশেষ অতিথি ছিলেন নটরডেম ইউনিভার্সিটির ভিসি ফাদার বেঞ্জামিন কস্তা, ঢাকা জেলা সমাজ সেবা দপ্তরের উপ-পরিচালক খান আবুল বাশার, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ড. মো. ইউনুছ আলী আকন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন। অনুষ্ঠান থেকে বেসরকারি স্কুল-কলেজে সরকারিভাবে শিক্ষার্থীর টিউশন ফি নির্ধারণ, স্কুলের খাত ওয়ারি আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা করে দ্রæত প্রকাশ, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত, অভিভাবকদের সাথে স্কুল সভাপতির মতবিনিময় সভার আয়োজন, কর্মরত শিক্ষকদের ভুয়া সার্টিফিকেট যাচাই বাছাই, শিক্ষক নিবন্ধন ও নিয়োগ প্যাটার্ন অনুযায়ী শিক্ষক-কর্মচারী নিয়োগ করা হয়েছে কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেয়া এবং আইডিয়াল স্কুলের অনিয়ম ও অপচয় বন্ধ করার আহŸান জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন