বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘তালেবানদের বিজয় এক ঐতিহাসিক ঘটনা’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

ইসলামী ঐক্য আন্দোলন এর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া, অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন, মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান গতকাল এক যৌথ বিবৃতিতে আফগানিস্তানে তালেবানদের বিজয়কে এক ঐতিহাসিক বিজয় আখ্যা দিয়ে নব গঠিত তালেবান সরকার ইমারতে ইসলামিয়্যাহ আফগানিস্তানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে এ বিজয়ে সহযোগিতার জন্য আফগান নাগরিকদেরকেও অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, এ বিজয় আবারো প্রমাণ করে ইনশাআল্লাহ! একদিন পুরো পৃথিবী শাসন করবে মুসলমানরা আর সংবিধান হবে আল-কোরআন। নেতৃবৃন্দ বলেন, আমরা বিশ্বাস করি, নতুন আফগান সরকার অত্যন্ত বিচক্ষণতা ও সতর্কতার সাথে খেলাফতে রাশেদার আদলে শাসনকার্য পরিচালনা করে আধুনিক অশান্ত বিশ্বকে শান্তি-স্বস্তির পথ দেখাবে। আমরা আরো মনে করি রুশ ও মার্কিন সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্ত হয়ে আফগানিস্তানে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে এবং আফগান জনগণই নিজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যথেষ্ঠ। আমরা ইমারতে ইসলামিয়্যাহ আফগানিস্তান এর উত্তরোত্তর সমৃদ্ধি ও স্থায়ীত্ব কামনা করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন