বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুহিউদ্দিনই প্রধান

মালয়েশিয়ায় অন্তর্র্বতীকালীন সরকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন মুহিউদ্দিন ইয়াসিন। তবে পদত্যাগপত্র গ্রহণ করার পর গতকাল ফের মুহিউদ্দিনকেই অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বহাল করেছেন দেশটির রাজা।

২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হন মুহিউদ্দিন ইয়াসিন। তবে তার পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যবধান অল্প থাকায় নিজের পদ ধরে রাখতে চাপের মুখে ছিলেন তিনি। গত জুলাই মাসের শেষদিকে তার পদত্যাগের দাবিতে মালয়েশিয়াজুড়ে বিক্ষোভ শুরু হয়।
চলতি মাসে এক পার্লামেন্ট অধিবেশনে মুহিউদ্দিন প্রথমবারের মতো স্বীকার করেন তার সংখ্যাগরিষ্ঠতা নেই। একইসঙ্গে আইন প্রণেতাদের তিনি প্রস্তাব দেন, আগামী সেপ্টেম্বরে আস্থা ভোটে তাকে সমর্থন দেয়া হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারে যেসব প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তবে তার ওই প্রস্তাব সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করা হয়।
সম্প্রতি তার ক্ষমতাসীন জোটে সবচেয়ে বড় বিরোধী দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (উমনো) কমপক্ষে ৮ জন এমপি প্রধানমন্ত্রীর ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেন। ফলে ফাঁদে পড়ে যান মুহিদ্দিন। বার্তা সংস্থা এপি বলেছে, মুহিদ্দিনের বিজ্ঞান বিষয়ক মন্ত্রী জামালুদ্দিন ইনস্টাগ্রামে লিখেছেন, মন্ত্রীপরিষদ আজ আমাদের পদত্যাগপত্র জমা দিয়েছে রাজার কাছে। রাজার সঙ্গে প্রধানমন্ত্রী মুহিদ্দিন সাক্ষাৎ করে রাজপ্রাসাদ ছাড়ার অল্প সময় পরে তিনি এসব কথা লিখেছেন। ক্রীড়া বিষয়ক উপপমন্ত্রী ওয়ান আহমেদ ফয়সাল ওয়ান আহমেদ কামাল মালয়েশিয়ার জন্য যে সেবা দিয়েছেন মুহিদ্দিন, সে জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। ফেসবুকে দেয়া একই পোস্টে তিনি মুহিদ্দিনের নেতৃত্বেরও প্রশংসা করেছেন। সূত্র : ট্রিবিউন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Kaosar Ali ১৭ আগস্ট, ২০২১, ১:০৯ এএম says : 0
অভিনন্দন বাংলাদেশি কয়েক জন উপদেষ্ঠা নিয়োগ দিতে পারলে। এই পদ জীবনেও ছারতে হবেনা। ইনশাআল্লাহ্।
Total Reply(0)
Md Shawn ১৭ আগস্ট, ২০২১, ১:১০ এএম says : 0
পৃথিবীর সব দেশেই পদত্যাগের কালচার আছে শুধু বাংলাদেশ বাদে। কারন পৃথিবীর সবচেয়ে বাজে রাজনীতি হোল বাংলাদেশের রাজনীতি।
Total Reply(0)
সম্রাট শাহজাহান ১৭ আগস্ট, ২০২১, ১:১১ এএম says : 0
ক্ষমতা কারো চিরকাল থাকেনা। এটা আমাকে দেখেই সবার শেখা উচিৎ
Total Reply(0)
Tosad Rayhan ১৭ আগস্ট, ২০২১, ১:১১ এএম says : 0
বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রীতো দূরের কথা কোনদিন কোন এমপি মন্ত্রী মেম্বার,চেয়ারম্যান ও পদত্যাগ করবে না,
Total Reply(0)
Ahmad Bablu ১৭ আগস্ট, ২০২১, ১:১১ এএম says : 0
বুদ্ধি নাই লোকটার বাংলাদেশ থেকে কিছু বুদ্ধিজীবী আমদানি করলেই মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারতো ক্ষমতায়
Total Reply(0)
K Ahamad Sg ১৭ আগস্ট, ২০২১, ১:১২ এএম says : 0
আমাদের কি লজ্জা বলতে কিছুই নেই এরাই হচ্ছে আসল রাজনীতিবিদ আমাদের দেশের গুলা হচ্ছে সন্ত্রাসী এবং সন্ত্রাসীদের গড় ফাদার
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন