মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্রর জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

আজ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা প্রবীরমিত্রর জন্মদিন। তিনি ৮১ বছরে পা দেবেন। বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছেন। ঘরের মধ্যেই তার শুয়ে-বসে জীবন কাটছে। ঠিকমতো হাঁটতে পারেন না বলে বাইরে যেতে পারেন না। প্রবীরমিত্র বলেন, আজ জীবনের এই সময়ে এসে কতোকিছু যে মনে পড়ে! কতো জনকে যে দেখতে ইচ্ছে করে! কিন্তু পারিনা। সত্যি বলতে কী কেউই এখন আর ফোন করেনা, খোঁজ নেয় না। মানুষের জীবনের শেষ সময়টুকু বুঝি এমনই, চাইলেই কোথাও যাওয়া যাবেনা, কারো সঙ্গে দেখাও করা যাবেনা। খুব খারাপ লাগে, কষ্ট হয়। তিনি বলেন, দর্শকের ভালোবাসা আমার কাছে সবসময়ই অমূল্য অর্জন। দর্শকের ভালোবাসাই আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। এই ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চাই আমি। চলচ্চিত্রের এই অভিনেতা প্রায় ১৪ বছর ধরে দুই পায়ের হাঁটুতে ব্যথা নিয়ে ভুগছেন। রাজধানীর সেগুনবাগিচাতেই সময় কাটছে তার। কানেও এখন খুব কম শুনছেন। মেশিন ব্যবহার করেও কাজ হচ্ছে না। নায়ক হিসেবে প্রবীরমিত্রের প্রথম চলচ্চিত্র ছিলো জহির রায়হানের শেষ সহকারী শেখ নজরুল ও ইলতুত মিস পরিচালিত ‘চাবুক’। এতে প্রবীরমিত্রের নায়িকা ছিলেন কবরী। অভিনয়ের পথচলায় বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৮২ সালে মহিউদ্দিন পরিচালিত ‘বড় ভালো লোক ছিলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পেয়েছেন আজীবন সম্মাননা। প্রবীরমিত্র বলেন, অভিনয়টাইা পারি, আর কিছু পারিনা। আজীবন অভিনয় করে যেতে চাই। কিন্তু আমার এই অবস্থায় কে আমাকে দিয়ে অভিনয় করাবে? যদি বসে বসে অভিনয় করানোর কোন ব্যবস্থা থাকে তবে আমি অভিনয় করতে পারবো। প্রবীরমিত্রর জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন