বান্দরবান পার্বত্য জেলায় সাড়ে ৪৬ হাজার পিচ ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি-চাকঢালা সড়ক থেকে গত সোমবার রাত ১টার দিকে তাদের আটক করা হয়। বিষয়টি জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চাকঢালাগামী সিএনজি গাড়ি থামিয়ে তল্লাশী চালিয়ে সাড়ে ৪৬ হাজার পিচ ইয়াবা ট্যাবেলেটসহ ওই পাঁচ মাদককারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলা হয়েছে ।
গতকাল মঙ্গলবার সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিদেরকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি এসআই রকিবুল হাছান। আটককৃতরা হলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ ছালামীপাড়ার মৌলভী জাকির হোসেনের পুত্র মো. সৈয়দ উল্লাহ, একই ইউনিয়নের চাকঢালা ৬নং ওয়ার্ডের চেরারমাঠ এলাকার মকবুল আহাম্মদের পুত্র ছৈয়দ আলম, চাকঢালার ৬নং ওয়ার্ডের চেরারমাঠ এলাকার মৃত আলী আহাম্মদের পুত্র মো. আবুল কাশেম, কক্সবাজার জেলার রামুর গর্জনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের থিমছড়ি এলাকার আমীর হামজা ওরফে মিয়াজির পুত্র মো. ইব্রাহিম খলিল, কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ৪নং ক্যাম্পের ৮/ডি-বøকের হেড মাঝি মো. আলী মিয়ার অধিনস্থ মৃত গোলাপ হোসেনের পুত্র ছাবের আহাম্মদ। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাটি মায়ানমার সীমান্তবর্তী হওয়ায় এখানে বার্মা থেকে প্রতিনিয়ত ইয়াবার বিশাল চালান আসে। যা কক্সবাজার হয়ে দেশে বিদেশে পাচার হয়ে থাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন