শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফের গুলি আসাম-মিজোরাম সীমান্তে

দুই রাজ্যের সংঘাতে উত্তেজনা চরমে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ১২:০৮ এএম

নতুন করে উত্তেজনা ছড়াল আসাম-মিজোরাম সীমান্তে। জানা গেছে, দুই রাজ্যের সন্ধিস্থলে ফের একবার গুলির ঘটনা ঘটেছে। এদিকে ক্রসফায়ারে এক সাধারণ মিজো নাগরিক জখম হয়েছেন বলে জানা গেছে। দুই রাজ্যের পুলিশ অনুযায়ী, মঙ্গলবার রাত ২টার সময় এই গুলি চলার ঘটনাটি ঘটে। হাইলাকান্দি জেলার দারাসিং হিলস এলাকায় ঘটনাটি ঘটে।
ঘটনার প্রেক্ষিতে হাইলাকান্দি জেলার পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানান, মঙ্গলবার ভোরে সীমান্তে টর্চ হাতে থাকা মানুষের গতিবিধি নজরে আসে আধারিকদের। আসাম পুলিশ নাকি এরপর সেই ব্যক্তিদের জিজ্ঞেস করেন যে সেখানে তারা কী করছে। সেই সময় পাহাড়ের উপর থেকে আমাদের উপর গুলি চালানো শুরু হয়। এর বদলে আসাম পুলিশ ১২ রাউন্ড গুলি ছোড়ে। সেই সময় সেই ব্যক্তিরাও পালিয়ে যায়। উপাধ্যায়ের বক্তব্য, ‘প্রথমত, আমরা গুলি চালাতে শুরু করিনি। আমাদের আধিকারিকরা আক্রান্ত হয়েছিল। তাঁদের উপর গুলি চালিয়ে হামলা চালানো হয়। সাধারণ মানুষ কখনও ভোর দুটোর সময় টর্চ জ্বালিয়ে সীমান্ত পার করবেন না। আমরা সেই ব্যক্তিদের উপর গুলি চালাইনি। তবে এখন মিজোরামের পক্ষ থেকে ভুল বার্তা দেওয়া হচ্ছে’।
উপাধ্যায় আরও জানান, সেই ঘটনায় তিনজন ব্যক্তিকে আটকেছিল অসম পুলিশ। সেই এলাকাটি অসমে ছিল। তাঁ আরও বক্তব্য, যেই এলাকায় ঘটনাটি ঘটে, তা কোনও ভাবেই বিতর্কিত নয়, না হলে সেখানে উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছে যেতেন এবং হস্তক্ষেপ করতেন। এদিকে মিজরামের কোলাসিব জেলা এসপি ভানলালফকা রালতের দাবি, মিজোরামের ভাইরেঙতে এলাকার তিন ব্যক্তি অসমের বিলাইপুরে নিজেদের বন্ধুদের বাড়ি যাচ্ছিলেন। সেই সময় হাইলাকান্দির পুলিশ তাদের ভয় দেখায়। ঘটনায় পালাতে গিয়ে এক মহিলার পা ভেঙে গেছে বলে খবর। সূত্র : হিন্দুস্তান টাইমস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন