উত্তর: নামাজ বিনা কারণে কাযা করা অনেক বড় গুনাহের কাজ। অতএব, যত ব্যস্ততা থাকুক ওয়াক্ত মতো শুধু ফরজটুকু হলেও পড়ে নিতে হবে। অবহেলা করে নামাজ কাযা করা এবং অবসরে সব নামাজ একসাথে পড়া শরীয়তবিরোধী কাজ। পারতপক্ষে এমন না কর্তব্য। কেননা, নামাজ ওয়াক্তমতো পড়া ফরজ।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন