বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আমদানির তথ্য তিন মাস পরপর কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ১২:০৫ এএম

আগামী সেপ্টেম্বর মাস থেকে আমদানি পরবর্তী অর্থায়ন বা পোস্ট ইমপোর্ট ফিন্যান্সিং (পিআইএফ) প্রতি তিন মাস অন্তর বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। নির্দেশনার চিঠি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, আমদানি পরবর্তী অর্থায়ন বা পোস্ট ইমপোর্ট ফাইন্যান্সিং (পিআইএফ) প্রতি তিন মাস অন্তর হার্ড ও সফট কপি ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন এ দাখিল করতে হবে। একইসঙ্গে বিবরণীর একটি অনুলিপি ব্যাংকিং প্রবিধি ও নীতি (বিআরপিডি) বিভাগের টাস্কফোর্স সেলেও পাঠাতে হবে। এ নির্দেশনা চলতি বছরের সেপ্টেম্বর এ সমাপ্ত ত্রৈমাসিক হতে কার্যকর হবে। বিআরপিডি সার্কুলার নং-১২/২০২১ এর অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন