বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তান পুনর্গঠনে অংশ নিতে চীনকে স্বাগত জানালো তালেবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ৩:৫৮ পিএম | আপডেট : ৪:৪৭ পিএম, ২০ আগস্ট, ২০২১

আফগানিস্তানে শান্তি আনতে চীন গঠনমূলক ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহীন। একইসঙ্গে দেশ পুনর্গঠনে ও উন্নয়নে চীন উল্লেখযোগ্য অবদান রাখবে বলেও মনে করেন তিনি। গতকাল বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন। খবর রয়টার্সের।

গত সপ্তাহে কাবুলের পতনের আগে থেকেই চীনের সঙ্গে যোগাযোগ করে আসছে তালেবান। গত মাসেই চীনের বন্দর শহর তিয়ানজিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দেখা করে তালেবানের প্রতিনিধিদল। এখন আফগানিস্তানের দখল তালেবানের কাছে আসার পর দেশটির দিকে চীন নজর দেবে বলে ধারণা বিশ্লেষকদের।

সিজিটিএনকে সুহাইল শাহিন বলেন, ‘চীন একটি বড় দেশ। তাদের বিশাল অর্থনীতি ও সক্ষমতা রয়েছে। আমি মনে করি, আফগানিস্তান পুনর্গঠনে তারা বড় ভূমিকা রাখতে পারে।’

তবে আফগানিস্তানে চীনের সহায়তা পেতে হলে নিজেদের কট্টরপন্থী নীতির পরিবর্তন করতে হবে তালেবানকে। গত মাসে সংগঠনটির সঙ্গে বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইও এমনই ইঙ্গিত দেন। তিনি সে সময় বলেছিলেন, আফগানিস্তান শাসনে মধ্যপন্থী ইসলামি নীতি গ্রহণ করা হবে বলে আশা করছেন তাঁরা। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
Md Nazmul Islam ২০ আগস্ট, ২০২১, ৭:১০ পিএম says : 0
নিজ দেশে মুসলিম নিধোন করে অন্য দেশের মুসলিম জাতি গঠনে সাহায্য ব্যাপার টা মোটেই সন্তোষযনক না ডালমে কুচ কালা নেহি তো
Total Reply(0)
Ruksana Akter ২০ আগস্ট, ২০২১, ৭:১০ পিএম says : 0
ইয়াহুদী আর খ্রিস্টান কখনও মুসলিমের বন্ধু নয়।এটা আল্লাহর কথা।বিশ্বাস করেছো তো মরেছো
Total Reply(0)
মুক্তিকামী জনতা ২০ আগস্ট, ২০২১, ৭:১১ পিএম says : 0
চীন পাকিস্তানসহ আমেরিকা বিরোধী সব দেশগুলোর এগিয়ে আসা উচিত।
Total Reply(0)
Habibur Rahman ২০ আগস্ট, ২০২১, ১১:০১ পিএম says : 0
বাংলাদেশের উচিত এই সুযোগ কাজে লাগানো। বাংলাদেশ চাইলে সেখানে তৈরি পোশাক, ওষুধ সহ আরো অনেক কিছু সেখানে রপ্তানি করতে পারবে।
Total Reply(0)
আলোর পথের যাত্রী ২০ আগস্ট, ২০২১, ১১:০২ পিএম says : 0
বাংলাদেশ ভারতের সাথে তাল না মিলিয়ে এই সুযোগে পোশাক,মেডিসিন এর ক্ষেত্রে কিছু করতে পারে।
Total Reply(0)
মোহাম্মদ দলিলুর রহমান ২১ আগস্ট, ২০২১, ১:৪২ এএম says : 0
বাংলাদেশের সরকার আফগানিস্তানের তালেবান সরকারের পাশে না থাকলে আমাদের মতে আফগানিস্তানের তালেবান সরকারের লোকসান হবে না ,তার কারন আফগানিস্তান মুসলিম রিপাবলিকান দেশ এরা এই গুলি ভয় করে না ,আর বাংলাদেশ হলো শুধু রিপাবলিক অব বাংলাদেশ,যাদের ভাষা ইসলাম লেখা ইসলাম বই খাতা সব কিছু ইসলাম অনুসারে,তাই তাদের সাথে বন্ধুত্ব হবে ব্যবসাবাণিজ্য ভাবে,ধর্মীয় ভাবে কিছুতেই বন্ধু তো হবে না,বাংলাদেশ আওয়ামী সরকার মনে করেন তালেবান তাদের মালিশ করবে আমাদের সহযোগিতা করুন,বিষয় টি হাস্যকর,তালেবানরা ইসলামী মুক্তি যোদ্ধা তাহারা কাউকে মালিশ করবে না।
Total Reply(0)
Kamal ৯ সেপ্টেম্বর, ২০২১, ৬:৫২ পিএম says : 0
চিনারা কখনো কারও বন্ধু হতে পারেনা।
Total Reply(0)
Md Abu Saeid ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৭:১৮ পিএম says : 0
আফগানিস্তানের পার্শ্বে বাংলাদেশ কে এখনই দাঁড়ানোর উপযোক্ত সম আফগানিস্তানের পার্শ্বে বাংলাদেশ কে এখনই দাঁড়ানোর উপযোক্ত সময়।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন