শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

স্যামসাংয়ের নতুন স্মার্টফোন উন্মোচন

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অবশেষে গ্যালাক্সি এ৮ (২০১৬) স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং। ডিভাইসটি দক্ষিণ কোরিয়ার বাজারে উন্মোচন করা হয়েছে। গতকাল থেকে গ্যালাক্সি এ৮ ডিভাইসের নতুন সংস্করণের প্রাক-ক্রয়াদেশ নেয়া শুরু হয়েছে। স্থানীয় বাজারে ধাতব কাঠামোর এ স্মার্টফোনের মূল্য ধরা হয়েছে ৪৩৫ ডলার। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি। বিশ্বের অন্য বাজারগুলোয় ডিভাইসটি কবে থেকে পাওয়া যাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ডুয়াল সিম সুবিধার অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত এ ডিভাইসে আছে ১০৮০–১৯২০ পিক্সেল রেজুলেশনের ৫ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে­। ৩ গিগাবাইট র্যামের স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব তৈরি অক্টা-কোর এক্সিনোস প্রসেসর। ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি এতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। গ্রাহক নিরাপত্তায় আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ৩২ ও ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ সুবিধাসহ দুটি সংস্করণে পাওয়া যাবে। স শিবলু

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন