শেরপুরে নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টায় সদর উপজেলার মৃগী নদী থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শহরের অষ্টমীতলার মৃগী নদীতে সকালে স্থানীয়রা অজ্ঞাতনামা প্রায় ৭০ বছর বয়সী বৃদ্ধার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা, মৃগী নদীর এই অংশে নদীর উজান থেকে লাশটি ভেসে এসেছে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি (তদন্ত) বন্দে আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা লাশের পরিচয় এবং শনাক্ত করতে তার হাতের ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন