বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফটিকছড়িতে মানববন্ধন

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

ফটিকছড়ির নানুপুর ইউপির ঢালকাটা মেহের আলী জামে মসজিদের অর্থ সম্পাদক হারুন সওদাগরের উপর অতর্কিত হামলার প্রতিবাদে গত রোববার বিকেলে নানুপুর ইউপির সামনে মসজিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মসজিদের মুতওয়াল্লি মহিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৯ আগস্ট রাত সাড়ে ১টায় মসজিদের সামনে মসজিদ পুনর্নির্মাণ কমিটির অর্থ সম্পাদক হারুন সওদাগরের উপর স্থানীয় ১০/১২ ব্যক্তি অতর্কিত হামলা করে মারাত্মকভাবে আহত করে। এ সময় হারুন সওদাগরের চিৎকারে আশ-পাশের মহিলারা ছুটে এলে তাদের উপরও হামলা চালিয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। উক্ত ঘটনায় রেজিয়া আকতার নামীয় এক মহিলা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এ যাবৎ কোনো আসামি ধরা হয়নি। বক্তারা প্রকৃত ঘটনা তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। মানববন্ধনে অংশ নেন ইসহাক, মুহাম্মদ আলী, আবুল বসর, মোহাম্মদ ইউছুপ, হারুন, মহিবুল্লাহ, হোসেন, নেজাম, আবু তাহের, আজগর, ফোরকান, বেলাল ও জসিমসহ এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন