শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে পালানোর পথ পাবেন না: বিএনপিকে নানক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ৭:৩০ পিএম

ফাইল ছবি


বিএনপির অপকর্মকে প্রত্যাখ্যান করে দেশের জনগণ তাদের দিকে থুথু মেরে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিন্ডলীর সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক।

আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার হত্যার উদ্দেশ্যে বর্বর গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। করে। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকেন, তার পাশে চন্দ্রিমা উদ্যানে গিয়ে মাতম করেন, তান্ডব চালিয়েছেন। আমাদের সহ্যের বাধ যদি ভেঙ্গে যায় তাহলে আপনাদের জন্য মঙ্গল হবে না। হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে পালানোর পথ খুঁজে পাবেন না।

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে বলেন, এই ছাত্রলীগ হল বঙ্গবন্ধুর সবচেয়ে নির্ভরযোগ্য ক্যান্টনমেন্ট। এই ছাত্রলীগ শেখ হাসিনা গ্রেফতার পরে এই ছাত্রলীগ, যুবলীগই এক/এগারের সময় গ্রেফতারের পর প্রতিবাদ করেছে সেনা শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এইভাবে চলতে পারে না। সংগঠন দাঁড় করাতে হবে। যাদের সম্মেলনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাদের সময় দিয়ে দিতে হবে। এতো তারিখের মধ্যে কমিটি গঠন করবেন নতুবা সেই কমিটি সেই তারিখে বিলুপ্ত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সেই জায়গায় সম্মেলন প্রস্তুত কমিটি করে সম্মেলন করে কমিটি ঘোষণা করতে হবে। ঢাকা থেকে ঘোষণা দিয়েন না। এই কমিটি দিয়ে কোন কাজ হবে না।

ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাবেক ছাত্রলীগ নেতা মেজর সামসুদ্দিন আহমেদ চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
মোহাম্মদ দলিলুর রহমান ২৩ আগস্ট, ২০২১, ১২:১৪ এএম says : 0
বেশি বগর বগর করিও না তোমাদের পালাইবার সময় শেষ হবার পথে,বি এন পি বাংলাদেশের ডান পন্থী দল এরা কাউকে ভয় করে না,যে আশা করিতেছেন মাত্র এক বসর টাইম আপনাদের এই এক বসর যাই খুশি তাই করেন,তবে সাব ধান অতিরঞ্জিত কিছু বলবেন না,অপেক্ষা করুন,আর যদি পারেন আগেই ভাইগাজান জনাব গলা মোটা বক্তৃতায় কাজ হবে না,নিজ দেশ ভারতে চলে যান এখনও সময় আছে ,জান বাঁচান।
Total Reply(0)
Tareq Sabur ২৫ আগস্ট, ২০২১, ৭:২৮ পিএম says : 0
আপনারা কোন কামের ধর্য‍্য ধরছেন যে বাধ ভাঙার ভয় দেখাচ্ছেন? দেশের মানুষ তো এর চেয়ে খারাপ সময় আর দেখে নাই। আপনারা কি এর চেয়েও খারাপ হওয়ার ভয় দেখাচ্ছেন?
Total Reply(0)
Tareq Sabur ২৭ আগস্ট, ২০২১, ৭:৩০ পিএম says : 0
নানক সবসময় খাইয়া পুরাই মাতাল অবস্হায় বক্তব‍্য দেয়। র‍্যাব-পলিশ নানক, বেনজির, শেখ সেলিম এদের বাসায় অভিযান চালাতে পারে না মাদক উদ্ধারের জন‍‍্য শুধু পরিমনির পেছনে লেগে না থেকে?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন