বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন নাগরিক অধিকার কর্মী জেসি হাসপাতালে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

মার্কিন নাগরিক অধিকার কর্মী রেভারেন্ড জেসি জ্যাকসন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও জানুয়ারিতে তিনি টিকা নিয়েছিলেন। রেভারেন্ডের রেইনবো পিইউএসএইচ কোয়ালিশন সংস্থার এক বিবৃতিতে শনিবার এ খবর জানিয়ে বলা হয়, জ্যাকসন (৭৯) এবং তার স্ত্রী জেকুলিন জ্যাকসন (৭৭) শিকাগোর নর্থওয়েস্টার্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উভয়ে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। জ্যাকসন ৬০ এর দশক থেকেই আমেরিকান সিভিল রাইটস আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি মার্টিন লুথার কিংয়ের সাথে সমাবেশ করেছেন এবং অর্থ উত্তোলনে সহায়তা করেছেন। বিশিষ্ট আফ্রিকান আমেরিকান হিসেবে তিনি ১৯৮০ এর দশকে মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের জন্য দু’দুবার ব্যর্থ উদ্যোগ নিয়েছিলেন। জানুয়ারিতে তিনি করোনার টিকা নিয়েছিলেন। গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন