শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আইটেম দৃশ্যের সমালোচনা করলেন জুহি চাওলা

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নারীর সৌন্দর্য বাণিজ্যকরণ করা হয় বলে হিন্দি চলচ্চিত্রে আইটেম নাম্বার বলে পরিচিত উত্তেজক নৃত্য-সঙ্গীত দৃশ্যের কঠোর সমালোচনা করেছেন অভিনেত্রী জুহি চাওলা। ৯০ দশকে বলিউডের প্রথম সারির এই অভিনেত্রীটি জানান তাকেও একসময় অশালীন বানীযুক্ত গানের চিত্রায়নে অংশ নিতে হয়েছে।
নারীর ক্ষমতায়ন নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে তিনি ‘মুন্নি বদনাম হুয়ি’ এবং ‘চিকনি চামেলি’ গানগুলোর উল্লেখ করে সেগুলোর প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
হিন্দি চলচ্চিত্রে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করার বিষয়ে গুরুত্বারোপ করতে গিয়ে জুহি বলেন, “আমরা কি গানের কথায় মনোযোগ দিচ্ছি? এসব গান পুরুষরা লিখে থাকে নারীরা নয়। আমাদের কি এসব গান শোনা উচিত? আমাদের কি এসব গানকে অনুমোদন দেয়া উচিত?”
তিনি আরও বলেন, জনতা এই বিষয়ে প্রতিবাদ করলে সংবাদ মাধ্যম বাক স্বাধীনতা আর মত প্রকাশের স্বাধীনতার দোহাই দেয়।
তিনি আরও বলেন, “আমাকেও একসময় এমন দুয়েকটা গানে অংশ নিতে হয়েছে। আপনাদের কি মনে হয় আমার সেগুলো করতে ভাল লেগেছে? ‘জব তক রাহেগা সামোসে মেঁ আলু...’ গানটির সঙ্গে নাচা কি আমি উপভোগ করেছি?”
এই ধরনের গানের সঙ্গে পারফর্ম করা তার পেশার অংশ ছিল এবং সেটে একমাত্র নারী হবার কারণে এর বিরুদ্ধে কথা বলাও ছিল খুব কঠিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন