শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

বন্ধ ও লোকসানি কোম্পানির শেয়ার দর বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

বেশ কিছু বন্ধ ও লোকসানি কোম্পানির পরিচালনা পরিষদ পুনর্গঠন করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি। এরই মধ্যে উৎপাদনে ফিরেছে আলহাজ ও রিংশাইন টেক্সটাইল। আর ১ সেপ্টেম্বর থেকে উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছে এমারেল্ড অয়েল। পরিচালনা পরিষদ পুনর্গঠন মানেই বন্ধ কোম্পানি আবার চালু হবে এমন কোনো নিশ্চয়তা নেই।

এমনকি লোকসানি কোম্পানিগুলো মুনাফায় নাও ফিরতে পারে। কিন্তু ‘শেয়ারবাজার তদারকি সংস্থা-বিএসইসি’ বোর্ড পুনগর্ঠনের ঘোষণা দিলেই ওই কোম্পানির দাম বাড়ছে পুঁজিবাজারে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম জানান, দায় নিষ্পত্তি করে অবসায়নও হতে পারে। তিনি বলেন, কিছু কোম্পানির বোর্ড ভেঙে দেয়া হচ্ছে অনিয়মের দায়ে। আমরা বোর্ড গঠন করে দিতে চাইছি যাতে বন্ধ কোম্পানিগুলো চালু হতে পারে বা উৎপাদনে যেতে পারে। পরিষদ পুনর্গঠনের ঘোষণা দিলেই শেয়ার দরে হচ্ছে অস্বাভাবিক উল্লম্ফন। এই জায়গায় নজরদারি চাইছেন বিশ্লেষকরা। কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এ এম মাসুম জানান, কোনও অসাধু চক্র যেন শেয়ারবাজারের ওপর প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য নজরদারি করা প্রয়োজন।

বোর্ড পুনর্গঠনের ঘোষণায় কিছু কোম্পানির শেয়ার দর তলানি থেকে উঠে আসছে- একে ইতিবাচক বলছে কমিশন। ওভার দ্য কাউন্টার মার্কেটে থাকা ৬১ কোম্পানি থেকে কিছু কোম্পানি স্মল ক্যাপিটাল প্ল্যাটফর্মে ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে যাবে। বাকি ১৯টি হবে তালিকাচ্যুত। এই ১৯ কোম্পানির টাকা ফেরত পাবেন বিনিয়োগকারী। এদিকে, ওভার দা কাউন্টার থেকে মূল বাজারে ফেরা কিছু কোম্পানির দামও লাফিয়ে বাড়ছে। সেখানেও কোনো চক্র কারসাজি করে শেয়ারের দাম বাড়িয়ে বিক্রি করছে কি-না সেটিও খতিয়ে দেখার পরামর্শ বিশ্লেষকদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন