শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হবে : ডিএনসিসি মেয়র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ৬:১৮ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ দখলদারদেরকে ডিএনসিসির কোন বৈধ নোটিশ দেয়া হবেনা, বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হবে।

আজ (সোমবার) সকালে রাজধানীর দক্ষিণ কাফরুল এলাকায় সড়ক উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র শোকাবহ আগস্টে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মো. আতিকুল ইসলাম বলেন, নগর পিতা হিসেবে নয়, নগরবাসীর সেবক হিসেবে তিনি সবসময় জনগণের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।

তিনি বলেন, স্থানীয় কাউন্সিলরসহ যারা বাড়ি বাড়ি গিয়ে সরু রাস্তা প্রশস্তকরণের কাজ করছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

ডিএনসিসি মেয়র বলেন, সকলের সহযোগিতায় রাস্তার উন্নয়নসহ বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মোঃ আতিকুল ইসলাম বলেন, সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকে যদি দায়িত্ববান হয়ে অপ্রশস্ত রাস্তাগুলো প্রশস্তকরণে সক্রিয় ভূমিকা পালন করেন তাহলে সবাই উপকৃত হবে।

তিনি বলেন, রাস্তা কার‌ও একার জন্য নয়, সকলের ব্যবহারের জন্য, তাই যারা রাস্তা দখল করে রেখেছেন তাদেরকে নিজ দায়িত্বে দখল ছেড়ে দেয়ার পরামর্শ দেন।

ডিএনসিসি মেয়র নগরবাসীকে লজ্জা পরিহার করে সুস্থতার জন্য "দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার" এই স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সামাজিক আন্দোলনকে সফল করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকেই সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন