এবারের শোক দিবস উপলক্ষে বেশ কয়েকটি গান গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ। এছাড়া সম্প্রতি মীর সাব্বিরের পরিচালনাধীন অনুদানের সিনেমা ‘রাতজাগা ফুল’ ও হাসিবুর রেজা কল্লোলের ‘বন্ধু’ সিনেমায় প্লেব্যাক করেছেন। তবে স্টেজ শো মিস করছেন মমতাজ। এ নিয়ে তার মধ্যে আফসোস রয়েছে। তিনি বলেন, একজন শিল্পীকে মঞ্চের স্মৃতি যে কতটুকু আনন্দ দেয়, তা বলে বোঝানো যাবে না। মঞ্চে গাইতে না পারলে শিল্পীজীবন শূন্য মনে হয়। প্রতিনিয়তই এই শূন্যতা অনুভব করি। কিন্তু করোনা পরিস্থিতির কথা মনে করে নিজেকে সান্ত¦না দেই। দোয়া করি, সব কিছু যেন দ্রুত ঠিক হয়ে যায়। আবার যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারি। দর্শকদের নিয়ে মঞ্চ মাতিয়ে তুলতে পারি। এদিকে, মমতাজ জানান, গানের পাশাপাশি তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ-২ আসনের কাজকর্ম করছেন। লকডাউনে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন