শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ভিন্ন ধারার গানে আসিফ আকবর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

প্রচলিত সঙ্গীতধারার বাইরে গিয়ে সঙ্গীতশিল্পী আসিফ আকবর দুটি ভিন্ন ধারার গান গেয়েছেন। একটি গানের শিরোনাম ‘হে প্রভু’ এবং অন্যটি ‘গুনাহগার’। ‘হে প্রভু’ গানটি লিখেছেন কবির বকুল। গানটির সুর সঙ্গীত করেছেন ব্রিটিশ মিউজিক কম্পোজার রাজা ক্যাশেফ। গানটি একটি প্রার্থনা সঙ্গীত। অন্যদিকে, ‘গুনাহগার’ গানটি লিখেছেন এন আই বুলবুল এবং সুর ও সঙ্গীত করেছেন রোহান রাজ। গান দুটি নিয়ে আসিফ বলেন, ‘কবির বকুল ভাই সেরা গীতিকবিদের একজন। তিনি তার নিজের নামের প্রতি সুনাম রেখে ‘হে প্রভু’ গানটি লিখেছেন। রাজা ক্যাশেফ সবসময়ই মেলোডি গান তৈরী করেন। এবারই প্রথম তিনি আমার জন্য প্রার্থনা সঙ্গীত তৈরী করেছেন। আমার বিশ^াস গানটি দ্রুতই শ্রোতাদের কানে পৌঁছে যাবে। আর ‘গুনাহগার’ অন্যরকম একটি গান। দীর্ঘদিন পর একটু ভিন্নঘরানার গান গাইলাম। এন আই বুলবুল ও রোহান রাজের সঙ্গে আমার প্রথম কাজ করা। এই গানটি নিয়েও আমি ভীষণ আশাবাদী। আসিফ জানান, দু’টি গানেরই মিউজিক ভিডিওর কাজ দ্রুত শেষ করে ইউটিউবে প্রকাশ করা হবে। এ দুটি গান ছাড়াও আসিফ মুহাম্মদ মিলনের সুরে আহমেদ রিজভী’র কথায় নতুন আরো একটি গানে কন্ঠ দিয়েছেন। সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। নিজের চ্যানেল আর্ব এন্টাটেইনম্যান্ট’র জন্য তরুন মুন্সীর লেখা ও সুর সঙ্গীতেও গান গেয়েছেন আসিফ আকবর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন