শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্ক ইউরোপের বোঝা বহনের দায় নিতে পারে না : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়ায় সেখানে পশ্চিমা দেশগুলোর পক্ষে কাজ করা আফগান নাগরিকদের গ্রহণ করে তুরস্ক ইউরোপের বোঝা বহনের দায়িত্ব নিতে পারে না। খবর এএফপি’র। ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট চার্লস মিশেল টেলিফোনে কথা বলার পর এরদোগানের উদ্ধৃতি দিয়ে সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়ন মিশনের স্থানীয় কর্মচারীদের গ্রহণ করতে আমাদের অনুরোধ জানানো হয়েছে।’ তার বরাত দিয়ে ওই বিবৃতিতে বলা হয়, ‘সদস্য দেশগুলোকে তাদের হয়ে কাজ করা এসব লোকের কেবলমাত্র একটি ছোট অংশ গ্রহণে তাদের দরজা খুলে দিতে বলা হয়েছে।’ তিনি বলেন, ‘তৃতীয় কোনো দেশের নাগরিকদের তুরস্ক দায়িত্ব নেবে আপনি তা আশা করতে পারেন না।’ জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সাথে ফোনালাপের সময় বার্লিনের এ নেতার একই ধরনের অনুরোধ জানানোর একদিন পর তুরস্কের এ রাষ্ট্র প্রধান এমন কথা পুনর্ব্যক্ত করলেন। এএফপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন