শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আবহাওয়া পরিবর্তন ইস্যুতে সোচ্চার উন্নত বিশ্বের নাগরিকরাও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

এবার আবহাওয়া পরিবর্তন ইস্যুতে সোচ্চার উন্নত বিশ্বের সাধারণ নাগরিকরাও। বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-টোয়েন্টির এক জরিপের ৮০ শতাংশ মানুষ মনে করেন, আবহাওয়া পরিবর্তন মোকাবিলায় এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। চলতি বছরের অক্টোবরে ইতালির রোমে শুরু হচ্ছে জি-টোয়েন্টি সম্মেলন। এবারের সম্মেলনে আবহাওয়া পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। যার কারণে লাভবান হবে বাংলাদেশসহ আবহাওয়া পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো। চলতি বছরের ইতালির রোমে শুরু হচ্ছে উন্নত দেশগুলোর জোট জি-টোয়েন্টি সম্মেলন। এর আগে আলোচনার বিষয়বস্তু নির্ধারণে একটি জরিপ করেছে জি-টোয়েন্টি। ইতালি, যুক্তরাজ্যসহ ২০ দেশের ওপর চালানো এই জরিপে প্রায় ৮০ শতাংশ মানুষ এবারের সম্মেলনে আবহাওয়া পরিবর্তন মোকাবিলাকে প্রধান এজেন্ডা নির্ধারণের পক্ষে মত দিয়েছে। ইতালির প্রতি ১০ জনের নয়জন আবহাওয়া পরিবর্তন মোকাবিলা নিয়ে আলোচনার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দাবি তুলেছেন। তারা বলেন, আমি একজন ইতালিয়ান! আমি চাই আমাদের সরকার পরিবেশকে নিয়ে বেশি গুরুত্ব আরোপ করুক। সবকিছু সবুজ করে গড়ে তুলক। অন্যথায় সব ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর সবাই মরে যাবে। এর জন্য সমগ্র পৃথিবীর একত্রে কাজ করা উচিত। গার্ডিয়ান।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন