শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পানির নীচে পার্ক বানিয়ে তাক লাগালেন ব্রিটিশ শিল্পী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ৫:৫৯ পিএম

পানির নীচে যেন গাছপালা ঘেরা অসম্ভব সুন্দর মানব-নগরী। সিমেন্ট দিয়ে তৈরি গাছপালা, মূর্তি— কী নেই সেখানে! সিমেন্ট দিয়ে পানির নীচে পার্ক বানিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন যিনি, সেই শিল্পীর হাতে এ বার আরও এক বিস্ময় ভাস্কর্যের প্রকাশ ঘটল।

সাইপ্রাসের আইয়া নাপার সমুদ্রসৈকতের কাছে পানির নীচে এই ভাস্কর্য ফুটিয়ে তুলেছেন ব্রিটিশ শিল্পী জাসন দিকেয়ারস টেলর। প্রকৃতির সঙ্গে মানব সভ্যতার সম্পর্ক ফুটে উঠেছে তার শিল্পকলায়। ১৩ টনেরও বেশি ওজনের সিমেন্টের গাছপালা গড়ে তুলেছেন তিনি। কোথাও আবার ক্যামেরা হাতে প্রকৃতির ছবি তুলতে ব্যস্ত কিশোর।

গাছের আড়ালে লুকোচুরিও খেলতে দেখা যাবে কয়েকজনকে। প্রকৃতির সঙ্গে মানুষের এই নিবিড় বন্ধন ফুটিয়ে তুলেছেন তিনি। সম্প্রতি এই পার্ক পর্যটকদের জন্যও খুলে দেয়া হয়েছে। ডুবুরির পোশাক পরে জলের নীচে সাঁতার কেটে এমন ভাস্কর্য দেখার সুযোগ করে দিয়েছেন শিল্পী। এর আগে ২০০৬ সালে বিশ্বের প্রথম পানির নীচে ভাস্কর্য পার্ক তৈরি করেছিলেন এই শিল্পী। সেটি ক্যারিবিয়ান সমুদ্রে গ্রেনাডার কাছে অবস্থিত।

পানির নীচের প্রকৃতির সঙ্গে স্থানীয় মানুষদের পরিচিতি করানোর উদ্দেশ্যেই এই শিল্পকলা টেলরের। ৮০০ বর্গমিটার এলাকা জুড়ে ৬৫টি ভাস্কর্য বানিয়ে পার্কের রূপ দিয়েছিলেন তিনি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১২ মিটার নীচে তৈরি করা হয়েছিল পার্কটি। সাইপ্রাসের নতুন পার্কটিতে ৯৩টি ভাস্কর্য গড়ে তুলেছেন তিনি। খরচ হয়েছে ১১ লাখ ডলার। সূত্র : দ্য গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন