শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নওগাঁর সাপাহারে দু’টি বেকারীর ১১হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ৬:৩৬ পিএম

নওগাঁর সাপাহার উপজেলায় দু’টি বেকারী কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরীর অভিযোগে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং কমিটি বিশেষ অভিযান চালিয়ে ১১হাজার টাকা জরিমানা আদায় করেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন এর নেতৃত্বে উক্ত বাজার মনিটরিং টিম সাপাহার উপজেলার আশরন্দ বাজারে অবস্থিত থ্রী-স্টার বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার দায়ে ৮ হাজার টাকা ও একই এলাকার মির্জাপুর গ্রামে অবস্থিত মা বেকারীতে ৩ হাজার টাকা সহ মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় সেখানে সাপাহার থানার এস.আই জামিল হোসেন,রবিউল ইসলাম,কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন