শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তানে সহায়তা বন্ধ করে দিল বিশ্বব্যাংক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ১০:০৪ এএম

আফগানিস্তানে সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি জানিয়েছে, ‘আফগানিস্তানে চলমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তালেবান দেশটির ক্ষমতা দখলের পর আফগানিস্তানের উন্নয়ন, বিশেষ করে নারীদের ওপর এই পরিস্থিতির প্রভাব কতটা পড়ে সে বিষয়ে আমরা উদ্বিগ্ন।’ বুধবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরা জানিয়েছে, আফগানিস্তানে ২০২১ সালে ৭৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার অর্থায়নের অঙ্গীকার করেছিল বিশ্বব্যাংক। কিন্তু আফগান ভূখণ্ডে পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বব্যাংক সহায়তা স্থগিতের ঘোষণা দেওয়ায় দেশটির অর্থনীতি আবারও অনিশ্চয়তার মুখে পড়ে গেল।
বিশ্বব্যাংকের ওই মুখপাত্র জানান, ‘আফগানিস্তানে আমাদের সহায়তা কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেশটির আভ্যন্তরীণ নীতি মূল্যায়নের মাধ্যমে আমরা আফগানিস্তানের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি।’

এদিকে আফগানিস্তানের বহু মানুষ খাদ্য সংকটে ভুগছে এবং তাদের জরুরি সহায়তা দেওয়া দরকার বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটির প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আফগানিস্তানের লাখ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছেন এবং এটি কার্যত ‘একটি বিপর্যয়ের ওপরে আরও একটি বিপর্যয়’।
ডব্লিউএফপি’র প্রধান জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল পর্যন্ত আফগানিস্তানে ৯৪০ মিলিয়ন ডলারের ১২টির মতো উন্নয়নমূলক প্রকল্প ছিল বিশ্বব্যাংকের। পৃথকভাবে, প্রতিষ্ঠানটির আফগানিস্তান পুনর্গঠন ট্রাস্ট ফান্ডের ১.২ বিলিয়ন ডলারের ১৫টি প্রকল্প ছিল বলে বিশ্বব্যাংকের এপ্রিলের আপডেটে বলা হয়। বিশ্বব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, ২০০২ সাল থেকে এ পর্যন্ত পুনর্গঠন এবং উন্নয়নমূলক প্রকল্পে দেশটিকে ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে তারা।
এর আগে, গত সপ্তাহে আফগানিস্তানের জন্য সব ধরনের সহযোগিতা স্থগিত করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তালেবান কাবুল দখল করে নেওয়ার প্রেক্ষাপটে দেশটির নতুন সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি পরিষ্কার না হওয়ায় এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

দুই দশক পর মার্কিন ও ন্যাটো সেনারা আফগানিস্তান ছেড়ে গেলে কাবুলের পতনের মধ্য দিয়ে দ্রুতই আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরইমধ্যে তারা সরকার গঠনের বিষয়ে কার্যক্রম শুরু করেছে। সরকার গঠন না করলেও নতুন দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে তালেবান। মন্ত্রী দুজন অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
আফগানিস্তানের বার্তা সংস্থা পাজহোকের বরাত দিয়ে রয়টার্স মঙ্গলবার এ তথ্য জানায়। খবরে বলা হয়, অর্থমন্ত্রী করা হয়েছে গুল আগাকে, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম ও নাজিবুল্লাহ হবেন গোয়েন্দাপ্রধান। এছাড়া কাবুলের গভর্নর করা হয়েছে মোল্লা শিরিনকে। আর রাজধানীর মেয়র হলেন হামদুল্লাহ নোমানি। এর মধ্যে আফগানিস্তানের দ্য আফগানিস্তান ব্যাংকের (ডিএবি) নতুন গভর্নর হিসেবে হাজি মোহাম্মদ ইদ্রিসকে নিয়োগ দিয়েছে তালেবান।
আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে আসার পর সেখানকার নারীদের স্বাধীনতা, ক্ষমতায়ন, শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে বিশ্বমহল। সূত্র : বিবিসি, আল জাজিরা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মো:+শফিউর+রহমান ২৫ আগস্ট, ২০২১, ১২:০২ পিএম says : 0
আফগানিস্তানে সহায়তা দেওয়া বন্ধ করে দিয়ে বিশ্বব্যাংক ভুল পথে পা রাখল । এটা মুসলিম বিস্বকে নজর রাখতে হবে । যাতে আফগানিস্তানের জন সাধারন নিঃচিন্তে জীবন যাপন করতে পারে । এবং একটা নতুন সরকার গঠন করে সক্তি নিয়ে বিশ্ব দরবারে স্থান করে নিতে পারে । আর জেন পরা শক্তি মাথা চারা দিয়ে না উঠতে পারে । যেমন ভারতিয় মুদি সরকার বহু ক্ষতি আফগানিস্তানের ও পার্শবর্তি দেশে অরাজগতা সৃষ্টি করে নিজের সার্থ হাচিল করেছে । এটা জেন আর না হতে পারে এর জন্য মুসলিম দেশগুলি একত্রে কাজ করে যাওয় উচিৎ হবে ।
Total Reply(0)
মফিজুর ২৫ আগস্ট, ২০২১, ৫:৪২ পিএম says : 0
বিশ্বে ব‍্যঙ্ক ভূল শিদ্ধন্ত। মেয়েদের অবস্থা আল্লাহ্ রহমতে ভালো। ভালো হয়ে কি হবে বিশ্ব ব‍্যঙ্ক তো আমিরিকার
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন