বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চোটের কবলে জাতীয় লিগ লিটেনের পর শহীদ

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ৩টি করে ওয়ানডে ও টেস্ট খেলতে বাংরাদেশে পা রেখেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। তবে তার আগে চোটের সারি লম্বা হচ্ছে বাংরাদেশ দলে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে চোটে পড়ে আপাতত মাঠের বাইরে আছেন লিটন কুমার দাস। সর্বশেষ টেস্টে খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যানে সেরে উঠতে আরও এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী, ‘লিটন চোটে পড়ার পর এক সপ্তাহ পার হয়েছে। আগামীকাল (আজ) ওকে আমরা নতুন অনুশীলন দেব। আশা করছি, এক সপ্তাহের মধ্যে ও সুস্থ হয়ে উঠবে।’
তার সেরে উঠার আগেই আবারে সেই চোটের থাবা। দ্বিতীয় রাউন্ডে খেলার সময় চোট পেয়েছেন আবার মোহাম্মদ শহীদ। গেলপরশু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন মাত্র ২ ওভার বল করে মাঠ ছাড়েন ঢাকা মেট্রোর পেসার শহীদ। এই পেসার জানান, এখনও ব্যথা আছে। তবে আশা করছেন, শিগগির সেরে উঠবেন, ‘সাইড স্ট্রেইনের জন্য আপাতত বিশ্রামে রয়েছি। দলের ফিজিও বলেছেন, বোলিং না করে যদি পাঁচ-ছয় দিন সম্পূর্ণ বিশ্রামে থাকি তাহলে সেরে উঠব।’
গত মৌসুমে টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন শহীদ। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেও দেখা যেতে পারে তাকে। শহীদের চোট নিয়ে দেবাশীষ বলেন, ‘শহীদ চোট পেয়েছে, তবে এখনও তাকে আমি দেখিনি। আগামীকাল (আজ) ওর আসার কথা। তখন বোঝা যাবে ওর চোট কি অবস্থায় আছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন