শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিজেপির সঙ্গে খেলা হবে : মমতা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১:৪৭ পিএম

এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির সরকার গঠনের স্বপ্নভঙ্গ হতেই দলটির আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা উত্তরবঙ্গের মানুষের বঞ্চনার অভিযোগ তুলে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি তোলেন। তখন বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে বলা হয়, কেউ এ ধরনের কথা বলে থাকলে তা তাদের ব্যক্তিগত মত, দলের নয়।

তারপর কয়েকদিন আগে সেই বার্লাকে পাশে বসিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বলেন, ‘উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের উন্নয়ন হয়নি। আলাদা রাজ্যের দাবি অবৈধ নয়। জন বার্লা জনপ্রতিনিধি। যারা তাকে জিতিয়েছেন, তাদের কথা শোনা তার দায়িত্ব।’

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে না পেরে দিশেহারা বিজেপির বঙ্গভঙ্গের দুরভিসন্ধি করছে। এ বিষয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন, ‘খেলা হবে।’

উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনার অভিযোগ তুলে সম্প্রতি পশ্চিমবঙ্গে পৃথক একটি রাজ্যের দাবি তোলেন বিজেপি নেতা জন বার্লা। একই সুরে কথা বলেছেন দলটির ছোট-বড় নেতা থেকে বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষও। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও ‘বঙ্গভঙ্গ’ বিতর্কে ঘি ঢেলেছেন।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাংলাকে ভাগ করার বিজেপির দুরভিসন্ধি কখনও বাস্তব হতে দেবেন না।

বুধবার নবান্নে সাংবাদিকদেরকে মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা দেশ বিক্রি করতে চায়, তারা ভাবছে দেশটার সঙ্গে বাংলাটাকেও বিক্রি করে দিই। খেলা হবে। অত সহজে আমরা খেলায় হারতে চাই না। এটা মাথায় রাখতে হবে।’

বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘বিজেপি নেতাদের মতে দেশ চলবে না। বিজেপির মন্ত্রীদের কথায় বাংলা ভাগ হবে না। সেই রাম নেই, সেই অযোধ্যাও নেই। রাম ও অযোধ্যাকে জানতে হলে, ভালো করে রামায়ণটা পড়তে হবে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
কালা পাহাড় ২৭ আগস্ট, ২০২১, ১২:০১ এএম says : 0
উগ্র হিন্দুত্ববাদী জঙ্গী সংগঠন বিজেপিকে দমন করার জন্য মমতার মতো একজন অসাম্প্রদায়িক লড়াকু নারীরই দরকার। বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা রইলো। হিন্দুত্ববাদী মারোয়ারী দস্যুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন