শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইসমাত মাহমুদা প্রধানমন্ত্রীর এপিএস হলেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ৯:৪৬ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস)-১ নিয়োগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) পরিচালক (উপসচিব) ইসমাত মাহমুদাকে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন বা ইসমাত মাহমুদাকে তার সহকারী একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

বর্তমানে প্রধানমন্ত্রী ব্যক্তিগত অনুবিভাগে একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন ও একান্ত সচিব-২ হিসেবে রয়েছেন মনিরা বেগম। সহকারী একান্ত সচিব-২ এর দায়িত্বে আছেন গাজী হাফিজুর রহমান লিকু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
মোঃ মামুন হোসেন ২৮ আগস্ট, ২০২১, ৮:৪৫ পিএম says : 0
আমি মানয়ীন প্রধানমন্ত্রী সাথে কিভাবে যোগাযোগ করব
Total Reply(0)
আলিফ আলী ২৭ ডিসেম্বর, ২০২১, ৮:২২ পিএম says : 0
আমি মাননীয় প্রধান মন্ত্রী কাছে আকুলতা আবেদন জানাই আমার একটা চাকরী একান্তই প্রয়োজন আমি আপনার সাহায়্য সহযোগিতা কাম্রো আশা করি। আমার কথা যেনো অবশোয় কত্রপক্ষো জানাই ধন্যবাধ।
Total Reply(0)
আলিফ আলী ২৭ ডিসেম্বর, ২০২১, ৮:২৩ পিএম says : 0
আমি মাননীয় প্রধান মন্ত্রী কাছে আকুলতা আবেদন জানাই আমার একটা চাকরী একান্তই প্রয়োজন আমি আপনার সাহায়্য সহযোগিতা কাম্রো আশা করি। আমার কথা যেনো অবশোয় কত্রপক্ষো জানাই ধন্যবাধ।
Total Reply(0)
মো: জামাল হোসেন ৩১ মার্চ, ২০২২, ১:২৯ এএম says : 0
সার আমি মাননীয় প্রধানমন্ত্র্রী ও জননেত্রীর কাছে আমার একটা চিকিসা করার জন্য আবেদন করিয়াছিলাম যাহা আপনার নামে ডাকের মাধ্যমে পাঠাইয়া ছিলািম।আমি যাতহাতে আপনার মাধ্যমে সহযোগিতা পেলে আমি সুচিকিৎসা করাতি পারতাম।মো:জামাল হোসেন সদস্য বরিশাল মহানগর,বরিশাল
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন